Site icon Jamuna Television

ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা ডোনাল্ড লু’র

ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। শনিবার (২৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় তিনি এ মতামত ব্যক্ত করেন।

বার্তায় তিনি জানান, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনা পর্যালোচনা করবে। বলেন, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বানও জানায় বাইডেন প্রশাসন।

এদিকে, একই ঘটনায় আলাদা বিবৃতি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নিন্দা জানিয়ে তারা বলেছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, যুক্তরাষ্ট্র সেটি কোনোভাবেই সমর্থন করে না। রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বানও জানায় তারা।
এএস/

Exit mobile version