Site icon Jamuna Television

ইসরায়েলকে বন্দি বিনিময়ের প্রস্তাব দিলো হামাস

গাজায় ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্য এবং সমর্থকরা শনিবার তেল আবিবে বিক্ষোভ করেছে। ছবি: আল জাজিরা।

ইসরায়েলকে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছে হামাস। তেল আবিবের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ছাড়া হতে পারে গাজায় জিম্মিদের। রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলকে এমন প্রস্তাব দিলেন। ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে সংগঠনটির অভিযানের পর প্রথমবারের মতো কথা বললেন তিনি। হামাসের ওয়েবসাইটে প্রকাশিত হয় সিনওয়ারের বিবৃতি।

ছবি: আল- জাজিরা।

বিবৃতিতে বলা হয়, সব ফিলিস্তিনি কারাবন্দির মুক্তির বিনিময়ে জিম্মিদের ছাড়তে প্রস্তুত হামাস। হামাস প্রধানের এমন প্রস্তাবের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এ বিষয়ে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভায় আলোচনা হয়েছে জিম্মি মুক্তির প্রস্তাব নিয়ে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জিম্মি মুক্তির বিষয়টি বেশ জটিল আখ্যা দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, হামাসের ওপর হামলা যত বাড়ানো হবে ততোই নমনীয় হতে বাধ্য হবে তারা।

/এআই

Exit mobile version