Site icon Jamuna Television

ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের ‘বিগ ম্যাচে’ স্বাগতিক ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৯ অক্টোবর) লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দু’দলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে উভয় দল।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুরিয়াকুমার ইয়াদভ, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ডের একাদশ: জনি বেয়ারস্টো, ডাউইদ মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।

/এনকে

Exit mobile version