Site icon Jamuna Television

৩ উইকেট হারিয়ে চাপে ভারত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। একে একে সাজঘরে ফিরেছেন শুভমান গিল, ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ভারতীয় শিবিরে আঘাত হানেন ইংলিশ পেসার ক্রিস ওকস। চলতি আসরে টানা পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা ভারত, আজ ইংলিশদের হারাতে পারলেই প্রথম দল হিসেবে সেমির টিকিট কাটবে।

রোববার (২৯ অক্টোবর) লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় দুই ওপেনারকে চাপে রাখে ইংলিশ পেসাররা। প্রথম ২ ওভারে ভারত আজ নিতে পেরেছে মাত্র ৪ রান। এরপর তাণ্ডব চালান রোহিত শর্মা। কিন্তু নিজেদের ওপেনিং জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি। দলীয় ২৬ রানে শুভমান গিলের বিদায়ে ভাঙে এই জুটি। ১৩ বলে ৯ রান করা শুভমান গিল ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

ক্রিজে এসে হতাশ করেছেন ফর্মের তুঙ্গে থাকা ভিরাট কোহলি। রানের খাতা খোলার আগেই ফিরে সাজঘরে ফেরেন তিনি। ডেভিড উইলির বলে মিড অফে বেন স্টোকসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। ৪ নম্বরে ব্যাট করতে আসা শ্রেয়াস আইয়ারও দলের হাল ধরতে পারেননি। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটার। ক্রিস ওকসের শর্ট লেন্থের বলে টপ এজ হয়ে মার্ক উডের হাটে ধরা পড়েন শ্রেয়াস। ফলে মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রোহিত শর্মার দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬২ রান। রোহিত শর্মা ব্যাট করছেন ৪২ রানে এবং কে এল রাহুল আছেন ৭ রান নিয়ে।

/আরআইএম

Exit mobile version