Site icon Jamuna Television

বঙ্গবন্ধুকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান ঢাবির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হয়।

এ সময় পিতার পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানে উন্নত দেশ গড়াই আমাদের লক্ষ্য। বিজয়ী জাতি হিসাবে বিশ্বে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। অর্জনগুলোকে ধরে রেখে সেই চেতনা নিয়েই এগিয়ে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গবেষণায় জোর দিন। তাহলেই দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের গৌরব প্রাচ্যের অক্সফোর্ড ফিরে পাবে।

এসজেড/

Exit mobile version