Site icon Jamuna Television

ইন্টারনেট সংযোগ সচল হচ্ছে গাজায়

ছবি: এএফপি।

প্রায় দেড় দিন বিচ্ছিন্ন থাকার পর ইন্টারনেট সংযোগ সচল হতে শুরু করেছে গাজায়। পর্যায়ক্রমে চালু হচ্ছে ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট সেবা। এ তথ্য নিশ্চিত করেছে গাজার টেলিকম কোম্পানি। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ফিলিস্তিনের টেলি কমিউনিকেশনস কোম্পানি জানায়, চ্যালেঞ্জের মধ্য দিয়ে বিধ্বস্ত ইন্টারনেট সংযোগ চালু করতে কর্মীরা কাজ করছেন। এরই মধ্যে অনেক এলাকাতে লাইন সচল হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গাজার ইন্টারনেটসহ সব ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে সারা বিশ্বের সাথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ উপত্যকাটি। এই সুযোগে সব দিক থেকে হামলা শুরু করে ইসরায়েল। যোগাযোগ বন্ধ থাকায় গত দেড় দিনে সেখানে কী ঘটেছে তার প্রকৃত তথ্য জানা যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতি ঘণ্টায় গড়ে ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছে উপত্যকাটিতে। এখনও পর্যন্ত চলমান হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার।

/আরএইচ

Exit mobile version