Site icon Jamuna Television

সংঘাতে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুইজন গ্রেফতার

ছবি: শামীম ও সুলতান

বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজধানীতে সংঘাতে পুলিশ সদস্য আমিরুল ইসলাম নিহতের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) একজনকে ডেমরা আর আরেকজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের একজন শামীম রেজা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী যুবদলের আহ্বায়ক। অপরজন মো. সুলতান। এর আগে, পুলিশ সদস্য আমিরুল ইসলাম নিহতের ঘটনায় রোববার সকালে রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ কেন্দ্র করে ছড়ানো সংঘর্ষে নিহত হন পুলিশ সদস্য আমিরুল। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

এ ঘটনার পর শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, পুলিশ সদস্য আমিরুল পড়ে যাওয়ার পরেও একজন ছাত্রদল নেতা কুপিয়ে তার মাথা ক্ষতবিক্ষত করে। সেই ফুটেজও আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

/এনকে

Exit mobile version