Site icon Jamuna Television

বিএনপি কার্যালয়ে ব্রিফিং করা বাইডেনের কথিত সেই উপদেষ্টা আটক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি কার্যালয়ে ব্রিফিং করা সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত ওই ব্যক্তির নাম মিয়া আরেফী। তার জন্ম সিরাজগঞ্জে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেফী। এসময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। সেখানে জানানো হয়, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি নন।

এসজেড/

Exit mobile version