Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) ইসরায়েলের আগ্রাসনে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন নাবলুস, রামাল্লা ও তুবাস শহরের বাসিন্দা। যাদের বয়স ২৯ থেকে ৩১ বছরের মধ্যে।

পাশাপাশি ব্যাপক ধরপাকড়ও চালানো হয় অঞ্চলটিতে। পূর্ব জেরুজালেমের শরণার্থী শিবিরগুলোর পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িতেও অভিযান চালায় ইসরায়েলিরা। এসময় কমপক্ষে ২৩ ফিলিস্তিনিকে আটক করে তারা। যাদের মধ্যে রয়েছে ৪ হামাস যোদ্ধাও।

ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে।

/এএম

Exit mobile version