Site icon Jamuna Television

সংঘর্ষের মধ্যে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

ফাইল ছবি

রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, শনিবার রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় করে প্রেসক্লাবে যাচ্ছিলেন সাংবাদিক রফিক ভূঁইয়া। পথে সেগুনবাগিচা এলাকায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়েন। এসময় তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রফিক ভূঁইয়ার ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী এবং সিনিয়র সদস্য ছিলেন। ফেনীর দাগনভূঁইয়ায় ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন তিনি।

/এনকে

Exit mobile version