Site icon Jamuna Television

বন্দি মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ, নেতানিয়াহুর আশ্বাস

ছবি: রয়টার্স

হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) তেল আবিবের রাস্তায় বিক্ষোভে নামে হাজারো মানুষ। খবর রয়টার্সের।

জিম্মিদের ছবি হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। এসময় তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানও দেন। স্বজনরা জানায়, জিম্মিদের ফিরিয়ে আনতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না নেতানিয়াহু সরকার। এরইমধ্যে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় স্থলাভিযান শুরু করায় জিম্মিদের নিরাপত্তা নিয়ে আরও বেশি চিন্তিত তারা।

পরে জিম্মিদের কিছু পরিবারের সাথে দেখা করেন নেতানিয়াহু। তিনি আশ্বস্ত করে বলেন, জিম্মিদের নিরাপদে উদ্ধারে গুরুত্ব দিচ্ছে তার সরকার।

এদিকে, ইসরায়েলকে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছে হামাস। তেল আবিবের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ছাড়া হতে পারে গাজায় জিম্মিদের। রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

/আরএইচ /এএম

Exit mobile version