Site icon Jamuna Television

মুক্তি পেয়েছেন নওয়াজ শরিফ

পাকিস্তানের রাজনীতিতে হঠাতই নাটকীয় পরিবর্তন। আর্থিক দুর্নীতির মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম এবং জামাতা মোহাম্মদ সফদর।

বুধবার পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর আপিল আবেদনের প্রেক্ষিতে কারাদণ্ড স্থগিত করে জামিনের রায় দেন আদালত। আপিলের পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত থাকবে তাদের। প্রত্যেককে ৫ লাখ রুপি জামানতের বিনিময়ে এই জামিন আদেশ দেয়া হয়।

নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুর ৭ দিনের মাথায় এই রায় দেয়া হলো। গেল জুলাইয়ে লন্ডনে অ্যাভেনভিল্ড ফ্ল্যাট ক্রয় দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত এবং জামাতা মোহাম্মদ সফদরকে দেয়া হয় এক বছরের সাজা। নওয়াজ জেলে থাকা অবস্থাতেই নির্বাচনে অংশ নেয় তার দল মুসলিম লিগ।

Exit mobile version