Site icon Jamuna Television

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৮ হাজার

রোববার (২৯ অক্টোবর), ফিলিস্তিনিরা গাজা উপত্যকায় নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হওয়া ভবনগুলোর পাশ দিয়ে হাঁটছে। ছবি: এপি।

ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার। আহত অন্তত ১৯ হাজার ৭৩৪ জন।শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ৩ হাজার ৫৯৫ শিশু রয়েছে। ১ হাজার ৮শ’ নারী এবং ৩৯৭ জন প্রবীণ রয়েছে।  ইসরায়েলি হামলায় এখনও নিখোঁজ ১৬৫০ জন, যাদের মধ্যে ৯৪০ জন শিশু রয়েছে। এদিকে, হামাসের আক্রমণে ১৪০০ জনেরও বেশি ইসরায়েলি মারা গিয়েছে।

আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্টের তথ্য অনুসারে, গাজার অন্যতম প্রধান হাসপাতাল আল কুদস থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল।

Exit mobile version