Site icon Jamuna Television

রাশিয়ার দাগেস্তানে ইসরায়েল বিরোধীদের বিক্ষোভ

রাশিয়ার মাখাচকালার বিমানবন্দরের লোকেরা ইসরাইয়েল বিরোধী স্লোগান দিয়ে হাঁটছে। ছবি: সিএনএ নিউজ।

ইসরায়েল বিরোধীদের কাণ্ডে বন্ধ হয়ে গেলো রাশিয়ার দাগেস্তান প্রদেশের একটি বিমানবন্দর। ইহুদিদের সন্ধানে একদল বিক্ষোভকারী ভেতরে ঢুকে পড়ায় ছড়ায় উত্তেজনা। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রোববার প্রদেশটির আঞ্চলিক রাজধানী মাখাচকালার বিমানবন্দরে, তেল আবিব থেকে একটি ফ্লাইট পৌঁছানোর কথা ছিল। খবর পেয়ে সেখানে জড়ো হয় একদল বিক্ষোভকারী। ফিলিস্তিনি পতাকা হাতে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে জানায় প্রতিবাদ। শ্লোগান দিতে দিতে এক পর্যায়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে যায় তারা।

ইসরায়েলি বা ইহুদি যাত্রীর সন্ধানে চালায় খোঁজ। বাইরেও গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয় যাত্রীদের পাসপোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। ওই রুটের বিমানগুলোকে কাছাকাছি এয়ারপোর্টে অবতরণের নির্দেশনা দেয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রুশ প্রশাসনের কাছে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েল। রাশিয়ার দক্ষিণের প্রদেশ দাগেস্তানের জনগোষ্ঠীর বড় অংশই মুসলিম।

/এআই

Exit mobile version