Site icon Jamuna Television

বিএনপি আর রাজনৈতিক দল নেই, সন্ত্রাসী সংগঠনের রূপ নিয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপি আর রাজনৈতিক দল নেই, তারা সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তাদের সাথে কোনো আলোচনা হতে পারে না।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আগের সেই আগুন সন্ত্রাসের খেলায় ফিরে গেছে বিএনপি-জামায়াত। ২০১৩-১৪ সালের মতো তারা রোববার ডেমরায় একটি বাসে ঘুমন্ত একজনকে পুড়িয়ে মেরেছে।

আওয়ামী লীগ উস্কানিতে পা না দিয়ে শান্তি সমাবেশ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মোহাম্মদপুরে জনতার ধাওয়া খেয়ে এক বিএনপি কর্মী মারা গেছে। এ সময় চোর-ডাকাত ধরার মতো করে দুষ্কৃতকারীদের ধরে পুলিশে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যারা জানমালের হানি করে, তারা চোর ডাকাতের থেকেও খারাপ। এ সময় বিদেশিদের বিবৃতি স্বাগত জানিয়ে হাছান মাহমুদ বলেন, তাদের বিবৃতি সহিংসতাকারীদের বিরুদ্ধে।

এসজেড/

Exit mobile version