Site icon Jamuna Television

গাজার ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে চায় জর্ডান

ছবি: পেত্রা

গাজার ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দেয়ার পরিকল্পনা করছে জর্ডান। রোববার (২৯ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী বিশার আল খাসাওনেহ বলেন এ কথা। খবর জর্ডান টাইমসের।

মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আলোচনা চলছে এ বিষয়ে। এছাড়া, দখলকৃত পশ্চিম তীরের জন্য ৪৫ হাজার টন গম ও শস্য বরাদ্দ করেছে জর্ডান সরকার।

বিশার আল খাসাওনেহ বলেন, গাজা থেকে শিশুদের যত দ্রুত সম্ভব এখানে আনার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আলোচনা চলছে। যাতে ওই শিশুরা কিং হুসেইন ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে পারে। ডব্লিউএইচও তাদের নিরাপদে বের করে আনতে পারলে আমরা দায়িত্ব নিতে চাই।

/এএম

Exit mobile version