Site icon Jamuna Television

পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনে আ. লীগের প্রার্থী আফজাল হোসেন

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে মো. আফজাল হোসেনকে। সোমবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আফজাল হোসেনকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ২৬ অক্টোবর থেকে এই আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা নেয়া হয়।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে ২৪ অক্টোবর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৬ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।

এসজেড/

Exit mobile version