Site icon Jamuna Television

অবরোধ: সারাদেশে বিজিবির টহল শুরু

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি। সোমবার (৩০ অক্টোবর) রাতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এ তথ্য জানায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচি শুরুর আগেই সারাদেশে বিজিবি মোতায়েন করা হলো। সোমবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গা ও মহাসড়কে টহল দিতে দেখা গেছে বাহিনীটির সদস্যদের।

এর আগে, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ঠেকাতে পুলিশকে সহায়তা করতে মাঠে নেমেছিল বিজিবি। এরপর হরতালেও মাঠে ছিল বাহিনীটি। এবার অবরোধেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।

/এমএন

Exit mobile version