Site icon Jamuna Television

হারের বৃত্ত থেকে বের হতে পারবে বাংলাদেশ? আজ প্রতিপক্ষ ‘বেহাল’ পাকিস্তান

ছবি: ফাইল

বিশ্বকাপে হারের বৃত্তে বন্দি বাংলাদেশ। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। সবশেষ আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছেও একধরনের উড়ে গেছে বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে ডাচদের দেয়া ২৩০ রানের ‘সহজ’ লক্ষ্যেও টাইগাররা হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে।

নিজেদের খেলা ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান টিম বাংলাদেশের। শুধুমাত্র তাদের পেছনে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপের সেমির লড়াই থেকে আগেই ছিটকে গেছে সাকিবের দল। এবার লক্ষ্য ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। আইসিসির ওই টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। আয়োজক দেশ হওয়ায় পাকিস্তানের খেলা নিশ্চিত। বাবর আজমদের সঙ্গী হবে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সেরা ৭ দল। তাই সাকিবদের লক্ষ্য এবার বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আসরে জায়গা করা।

সেই লক্ষ্যেই বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ (৩১ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছিলো বাংলাদেশ। এরপর টানা পাঁচ ম্যাচ হেরেছে। পাকিস্তানও শুরুটা করেছিলো দুর্দান্ত। এরপরই তাদের অবস্থা ‘বেহাল’। নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা পাকিস্তান পরের চার ম্যাচ টানা হেরেছে। পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থাকা বাবরদের সেমিফাইনাল খেলতে হলে আজ বাংলাদেশের বিপক্ষে জয় তো পেতেই হবে; এরপর তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।

এ ম্যাচে সেরাটা দিয়ে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ, এমনটা জানিয়ে গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বলেন, লক্ষ্য হচ্ছে আজকের (আগামীকাল) ম্যাচ খেলা এবং জেতার চেষ্টা করা। নিজেদের সেরাটা দিয়ে ২ পয়েন্ট অর্জন করা। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।

/এনকে

Exit mobile version