Site icon Jamuna Television

নাজিব রাজাক আবারো গ্রেফতার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। রাষ্ট্রীয় তহবিল তছরূপের অভিযোগে, গতকাল কুয়ালালামপুরে নিজ অফিস থেকে গ্রেফতার করা হয় তাকে।

অর্থ জালিয়াতি ও দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি অভিযোগ গঠন করা হবে নাজিব রাজাকের বিরুদ্ধে। জানা গেছে, ওয়ান-এমডিবি তহবিল থেকে প্রায় ৭৪ কোটি ডলার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে ফেলার প্রমাণ মিলেছে নাজিবের বিরুদ্ধে। এর আগে আস্থা ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, সরকারি তহবিল লোপাট, বিদেশে অর্থপাচারসহ বেশ কিছু অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এসব ঘটনায় যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সিঙ্গাপুরসহ অন্তত ছয়টি দেশে নাজিবের বিরুদ্ধে তদন্ত চলছে। যদিও কোনো অপরাধই স্বীকার করেননি তিনি। মে মাসে নির্বাচনে পরাজয়ের পর থেকে, একের পর এক দুর্নীতি মামলা দায়ের হয়েছে নাজিব রাজাকের বিরুদ্ধে।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version