Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় শাপলা তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা করেসপন্ডেন্ট:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়  শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সাব্বির ও হুসাইন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) উপজেলার বন্দরভিটার মরাগাঙ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাব্বির বন্দরভিটা গ্রামের পশ্চিমপাড়ার বাবুল হোসেনের ছেলে। আর একই এলাকার হুসাইনের বাবার নাম রানা মিয়া।

সাব্বিরের চাচা জানান, দুপুরের দিকে দু’জন মরাগাঙে ফুল তুলতে যায়। এ সময় হুসাইন পানিতে ডুবে যায়। সাব্বির তাকে টেনে তুলতে গিয়ে সেও ডুবে যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারি বলেন, দীর্ঘ সময় সাব্বির ও হুসাইন না ফিরলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে ভেসে ওঠে দু’জনের মরদেহ। রাত ১০টার দিকে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এএস/এনেক

Exit mobile version