Site icon Jamuna Television

নিয়ম রক্ষার ম্যাচে জয় চায় দু’দলই

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে আজ আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ। তবে, সবশেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দেয়া আফগানরাও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ নবী। গুরুত্বহীন এই ম্যাচে বাংলাদেশ বিশ্রাম দিতে পারে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের যেকোনো একজনকে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন পুরো দল নিয়ে অনুশীলনে যায় বাংলাদেশ। ওয়ার্মআপে অংশ নিলেও নেটে ব্যাটিং করেননি মুশফিকুর রহিম। নকিং করেছেন বেশ কিছু সময়। মাঠে উপস্থিত থাকলেও কোনো অনুশীলনই করেননি সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা।

কোচিং স্টাফদের আকর্ষণের কেন্দ্রে ছিলেন দুই ব্যাটসম্যান নাজুমল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্তকে লম্বা সময় নেটে ঝালিয়েছেন হেড কোচ স্টিভ রোর্ডস। আর নেইল ম্যাকেঞ্জির
তত্ত্বাবধানে অনুশীলন করেছেন মুমিনুল হক। সবকিছু মিলে আফগানিস্তানের বিপক্ষে কেবল জয় নিয়ে ভাবছে বাংলাদেশ।

মাশরাফী বিন মোর্ত্তজা, আগের কোনো ম্যাচে আমরা হেরেছি সেসব ভাবতে যাওয়াটা মানে চাপ তৈরি করা। আমাদের সেরা প্রস্তুতিটাই আমরা নেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই জেতার চেষ্টা করবো।

তামিম ইকবালের জায়গায় আফগানদের বিপক্ষে অভিষেক হচ্ছে নাজমুল শান্তর। আর মুশফিক, বা সাকিবের জায়গায় খেলবেন মুমিনুল হক।

গেলো ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর আফগানিস্তানও। সেই সাথে আছে টি টোয়েন্টিতে বাংলাদেশকে হারানোর তাজা স্মৃতি।

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী বলেন, আমাদের সামনে ভালো সুযোগ বাংলাদেশকে হারানোর, যা আমরা নিতে চাই। তাদের টি-টোয়েন্টিতে হারিয়েছি, তাই বাড়তি চাপে থাকবে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ফলাফল কী হবে সেটি মাঠের খেলায় দেখা যাবে। তবে, রশীদ খানদের ঘূর্ণিজাদুর বিপক্ষে টাইগারদের কঠিন পরীক্ষাই দিতে হবে তাতে কোনো সংশয় নেই।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version