Site icon Jamuna Television

অবরোধ: রাজধানীর বিভিন্ন সড়কে বিএনপির মিছিল

অবরোধের সমর্থনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। তবে পুলিশি তৎপরতার মুখে খুব বেশি সময় সড়কে অবস্থান করতে পারেননি অবরোধকারীরা।

সকাল ১১টার পর অবরোধের সমর্থনে রাজধানীর আগারওগাঁও মেট্রোরেল স্টেশন থেকে মিছিল শুরু করে কৃষক দল। আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে এলজিডি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। বনানী থেকে মিছিল শুরু করে জাতীয়তাবাদী যুবদল। সেখান থেকে প্রধান সড়ক ঘুরে মহাখালি পর্যন্ত এগোয় অবরোধকারীরা।

যাত্রাবাড়ীতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উদ্যোগেও মিছিল বের করা হয়। কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন তারা। মিছিল হয়েছে মিরপুর, উত্তরা, হাজারীবাগসহ বিভিন্ন স্পটে। অবরোধ সমর্থন করে পল্টনে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। পল্টন থেকে কালভার্ট রোড ঘুরে সচিবালয়ের সামনে দিয়ে প্রসক্লাবে শেষ হয় তাদের মিছিল।

এসজেড/

Exit mobile version