Site icon Jamuna Television

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে বিএনপির নেতারা দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের দুইজন নিহত হয়েছে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলেও তারা সড়কে মিছিল করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এক ফেসবুক পোস্টে দাবি করেন, পুলিশের গুলিতে তাদের দু’জন কর্মী নিহত হয়েছেন।

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করেছে। এতে রিফাত ও বিল্লাল নামে দু’জন মারা গেছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমার জানামতে একজন মারা গেছেন। তবে গুলিতে, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত নই। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এনকে

Exit mobile version