Site icon Jamuna Television

সিনহার বক্তব্যে আবারো প্রমাণিত বিচার বিভাগ নিয়ন্ত্রিত: রিজভী

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্যে আবারও প্রমাণিত, দেশের বিচারবিভাগ নিয়ন্ত্রিত- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশত্যাগে বাধ্য করেছে সরকার। বৃহস্পতিবার সকালে দলটির নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ করেন, বিনা চিকিৎসায় কারাগারে ফেলে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রিজভী অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানান।

Exit mobile version