Site icon Jamuna Television

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; ফিরলেন হৃদয়

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। চলমান আসরে কিংবা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। বাদ পড়েছেন শেখ মেহেদী। পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাদ পড়েছেন শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ ও ইমাম উল হক। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন ফখর জামান, উসামা মীর ও আঘা সালমান।

প্রথম দুই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবেই করেছিল পাকিস্তান। এরপরই হয় ছন্দপতন ঘটে বাবর আজমের দলের। একে-একে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে। টানা চার হারে সেমিফাইনালে খেলার আশা প্রায় শেষ পাকিস্তানের।

অন্যদিকে, বাংলাদেশের অবস্থা তো আরও করুণ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু। এরপর টানা ৫ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার পর নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে পরাজয়। সেমিফাইনালের চিন্তা বাদ দিয়ে বাংলাদেশের এখন লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে জয়। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপের টেবিলে থাকতে হবে সেরা আটে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

/আরআইএম

Exit mobile version