Site icon Jamuna Television

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ৩২ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের ৩২ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে প্রতিনিধি দলটি টেকনাফের ট্রানজিট জেটি ঘাটে পৌঁছায়।

এ সময় ৩২ সদস্যের এই প্রতিনিধি দলকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা। তিনি বলেন, তৃতীয় দফায় রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। তারা প্রত্যাবাসনের পক্ষে রোহিঙ্গাদের উদ্বুদ্ধকরণ এবং যাচাই-বাছাই করবেন। সেই সাথে রোহিঙ্গা নেতাদের সাথেও আলোচনা করবেন তারা।

বাংলাদেশে এসব কার্যক্রশ শেষে বিকালে মিয়ানমারে ফিরে যাবেন প্রতিনিধিরা। আগামীকাল ফের তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে। এর আগেও দুই দফায় মিয়ানমারের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে।

প্রসঙ্গত, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয়রত আছেন। গত ছয় বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার।

এএস/

Exit mobile version