Site icon Jamuna Television

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮৭

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৮৭ জন ডেঙ্গুরোগী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, এই সময় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৩ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৭৪ জন। আর মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন, বাকি ছয় জন ঢাকার বাইরের।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৭১ হাজার ১৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ১৬৯ জন। আর এক লাখ ৭২ হাজার ৬ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৩ হাজার ৩০০ জন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৩৪৮ জনের।

/আরএইচ

Exit mobile version