Site icon Jamuna Television

আলু আমদানি উন্মুক্তের ঘোষণার প্রভাব নেই বাজারে

আলু আমদানি উন্মুক্ত করার ঘোষণার কোনো প্রভাব নেই বাজারে। রাজধানীর বাজারে প্রতিকেজির জন্য গুণতে হচ্ছে ৭০ টাকা। অথচ গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আলুর দাম ৩৬ টাকা বেঁধে দিয়েছিল।

পাইকাররা জানিয়েছেন, আগামী মাসেই নতুন আলু বাজারে আসবে। তখন দাম কমতে শুরু করবে। ডিম আমদানি প্রক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরে তারা জানান, এই পরিস্থিতিতে অনেকে আমদানিতে আগ্রহী হবে না। পদ্ধতিগত জটিলতা নিরসন করে আলু স্থানীয় বাজারে আসতে আসতে দরপতন হবে।

মাস দুয়েক ধরে আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় স্থির ছিল। তবে গত সপ্তাহে আরেক দফা দাম বেড়ে বিক্রি হয় ৬০ টাকায়। এখন ৭০ টাকা দাম হাকা হচ্ছে।

/এমএন

Exit mobile version