Site icon Jamuna Television

খানিকটা কমেছে হজযাত্রার বিড়ম্বনা

হজযাত্রায় বিড়ম্বনা খানিকটা কমেছে। সকাল থেকে এ পর্যন্ত ছেড়ে গেছে ৪টি হজ ফ্লাইট।

হজযাত্রী নিয়ে আজ ৭টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ৮টার ফ্লাইটটি কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও, হজ কর্তৃপক্ষ জানায়, আজ কোনো ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা নেই।

অনেক হজযাত্রী অভিযোগ করেন, ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি-সহ বেশ কিছু সমস্যার এখনও সমাধান করেনি কর্তৃপক্ষ। অন্যদিকে, এখনও আটচল্লিশটি হজ এজেন্সির প্রায় ১০ হাজার যাত্রীর ভিসা আবেদনই করা হয়নি। এবিষয়ে জানতে চেয়ে এজেন্সিগুলোকে কারণ দর্শাতে বলেছে হজ অফিস।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version