Site icon Jamuna Television

গাজায় ফের শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

ছবি: রয়টার্স।

আবারও ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের জোরালো হামলায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় দেড়শ’ জন। মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হয় এ হামলা। খবর সিএনএন’র।

ইসরায়েলের চালানো এ হামলায় আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এর আগে, সোমবার রাতেও রাফা, আল জুয়াইদাসহ গাজার অন্তত ১০টি স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

তেলআবিবের বর্বরতায় অবরুদ্ধ এ উপত্যকায় মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে ৮ হাজার। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

এএস/

Exit mobile version