Site icon Jamuna Television

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে আজও রাজধানীর মিরপুরে রাস্তায় নেমেছে পোশাক শ্রমিকরা। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর ১০ থেকে ১২ পর্যন্ত কয়েক হাজার পোশাক শ্রমিক সড়কে অবস্থান নেয়। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

বেতন বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শ্রমিকেরা। তাদের দাবি, সরকার গার্মেন্টস মালিকদের পক্ষ নিয়ে তাদের ওপর নির্যাতন করছে। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন পোশাক কর্মীরা।

তারা বলেন, যে হারে দ্রব্যমূল্য বাড়ছে, তাদের প্রতিমাসে ধার দেনা করে চলতে হচ্ছে। তারা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন বলেও দাবি বিক্ষোভকারীদের।

এএস/

Exit mobile version