Site icon Jamuna Television

আবারও গাজায় ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সেবা বন্ধ

আবারও ইন্টারনেটসহ সব ধরনের টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেয়া হয়েছে ফিলিস্তিনের গাজায়। বহির্বিশ্বের সাথে পুরোপুরি বিচ্ছিন্ন অবরুদ্ধ উপত্যকা। খবর রয়টার্সের।

গাজার সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থা প্যালটেল নিশ্চিত করেছে এ তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক রুটগুলোয় আবারও সংযোগ বন্ধ করে দেয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জ্বালানির অভাবে আগে থেকেই ব্ল্যাকআউটের কবলে পুরো অঞ্চলটি। এর মধ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ায় তীব্র সমালোচনা করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলের যুদ্ধকালীন কৌশল এটি। যুদ্ধাপরাধের খবর চাপা দেয়ার জন্যই অন্ধকারে রাখা হয়েছে গাজাকে। বিচ্ছিন্ন করা হয়েছে বাইরের জগতের সাথে যোগাযোগের উপায়।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বন্ধ ছিল গাজার টেলিযোগাযোগ ব্যবস্থা। দেড়দিন পর আংশিক চালু হয় সংযোগ।

এটিএম/

Exit mobile version