Site icon Jamuna Television

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা, গ্লাস ভাঙচুর

ক্ষতিগ্রস্ত মৈত্রী এক্সপ্রেসের জানালা।

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী চলন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। ট্রেনটি ঈশ্বরদীর লোকোসেড এলাকা অতিক্রম করার সময় ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে কিছু অবরোধকারী।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওসি হারুনুজ্জামান রুমেল জানান, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।

/এএম

Exit mobile version