Site icon Jamuna Television

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় বগুড়ায় ১৮ পুলিশ সদস্য পুরস্কৃত

বগুড়া ব্যুরো
বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচনের জন্য ১৮ পুলিশ সদস্য ও কর্মকর্তাকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আগস্ট মাসের মূল্যায়নে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উন্মোচনের জন্য পুরস্কার পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও গাজীউর রহমান, দুপচাঁচিয়া থানার পরিদর্শক শহীদুল ইসলাম, একই থানার উপ-পরিদর্শক আবদুর রহিম এবং সদর থানার উপ-পরিদর্শক শাহজাহান আলী।

এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারসহ আরো ৩ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন আরো ১৩ পুলিশ সদস্য। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন্স মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

Exit mobile version