Site icon Jamuna Television

বিএনপি নেতা আলাল ৫ দিনের রিমান্ডে  

রাজধানীর রাজারবাগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ নভেম্বর) শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর। অন্যদিকে, আলালের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে ডিবি।

/এএম

Exit mobile version