Site icon Jamuna Television

মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

আজকে যারা ইসলামের কথা বলে মানুষের গায়ে আগুন দেয়, অথচ ফিলিস্তিনে শতশত নিহত মুসলিমদের সম্পর্কে একটি কথাও বলে না তারা ইসলামের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধীদের ভাতা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীনদের গৃহ দিয়েছন। তাই শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে তাকিয়ে আছি স্মার্ট বাংলাদেশের দিকে।

সমাবেশের শুরুতে শিক্ষামন্ত্রী ৪৮টি প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী ও জে আর ওয়াদুদ টিপুসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এটিএম/

Exit mobile version