Site icon Jamuna Television

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৭ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৯০৩

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০৩ জন ডেঙ্গুরোগী।

বুধবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, এই সময় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮৪ এবং ঢাকার বাইরের এক হাজার ৫১৯ জন। আর মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকার বাসিন্দা দুই জন, বাকি পাঁচ জন ঢাকার বাইরের।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৭৩ হাজার ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৫৫৩ জন। আর এক লাখ ৭৩ হাজার ৫২৫ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৩৭৭ জন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৩৫৫ জনের।

/এমএন

Exit mobile version