Site icon Jamuna Television

পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে খুলনা থেকে ছেড়ে এসেছে প্রথম যাত্রীবাহী ট্রেন

খুলনা ব্যুরো:

পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে খুলনা থেকে ছেড়ে গিয়েছে প্রথম যাত্রীবাহী ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’। বুধবার (১ নভেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেনটি।

ট্রেনটিতে ৪৮টি স্লিপিং সিট, ৩২০টি এসি সিট ও ৩৮০টি শোভন চেয়ার রয়েছে। মোট ১৩টি কোচ নিয়ে ট্রেনটি কুষ্টিয়া-পোড়াদহ-রাজবাড়ি-ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পার হয়ে রাজধানীতে পৌঁছাবে। প্রথম ট্রেনে যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত আরোহীরা। একই সাথে যারা পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথম ট্রেনটি চালিয়ে নেবেন তারাও নিজেদের সৌভাগ্যবান মনে করেছেন। ঢাকা পৌঁছাতে ট্রেনটির সময় লাগবে প্রায় সাত ঘণ্টা। যা আগের চেয়ে প্রায় দুই ঘণ্টা কম।

দ্বিতীয় দিন বেনাপোল থেকে ঢাকায় আসবে বেনাপোল এক্সপ্রেস। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে দুটি ট্রেন চলাচল করলেও পর্যায়ক্রমে ঢাকা-ভাঙ্গা রুটে কমিউটার ট্রেনসহ এই রুটে আরও কয়েকটি ট্রেন যুক্ত হবে। ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হওয়ায় পদ্মা পাড়ের মানুষরা উচ্ছ্বসিত।

জানা গেছে, আগামী বছরের মাঝামাঝি এই ট্রেন নড়াইল হয়ে কালনা সেতুর ওপর দিয়ে ঢাকা আসবে। তখন সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। এর আগে গত ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএইচ/এমএন

Exit mobile version