Site icon Jamuna Television

৫৯-এ পা দিলেন শাহরুখ, কোথায় হবে বাদশাহর জন্মদিনের পার্টি?

আজ ২ নভেম্বর শাহরুখ খান ৫৮ বছর পার করে পা দিতে চলেছেন ৫৯ বছরে। গত দু’বছর জন্মদিনে তেমন কিছুই করেননি বাদশা। তবে নিয়ম করে মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দেখা দিয়েছেন।

নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়েছে তার টিম। ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে অতিথি তালিকা। শাহরুখের জন্মদিন ও ২০২৩-এ তার এই আকাশছোঁয়া সাফল্যের উদ্‌যাপন করতে এই আয়োজন।

জন্মদিনে অতিথি তালিকায় রয়েছেন কাজল, দীপিকা পাড়ুকোন, করন জোহর, আলিয়া ভাটসহ ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি এবং ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এছাড়াও আসবেন ‘ডাঙ্কি’ ছবির পরিচালক রাজকুমার হিরানি। অভিনেতার জন্মদিনেই মুক্তি পাবে তার ‘ডাঙ্কি’ ছবির টিজার।

জন্মদিনের সকালে মান্নাতের বাইরে নিয়ম মেনে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন। তারপর রাতে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারেই রাখা হবে শাহরুখের জন্মদিনের গালা পার্টি।

এটিএম/

Exit mobile version