Site icon Jamuna Television

ইসরায়েলি সেনাদের ওপর পাল্টা হামলার ভিডিও প্রকাশ করলো হামাস

গাজায় মার্চ করছে কাসেম ব্রিগেডের যোদ্ধারা। ফাইল ছবি: এপি

গাজা উপত্যকায় প্রবেশ করে কাসেম ব্রিগেডের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। বুধবার (১ নভেম্বর) দখলদারদের ওপর পাল্টা হামলার ভিডিও প্রকাশ করেছে হামাস। খবর আল জাজিরার।

ভিডিওচিত্রে দেখা যায়, স্থল ও আকাশপথ, দু’দিকেই স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের প্রতিরোধে নাস্তানাবুদ ইসরায়েলি সেনারা। অ্যান্টি আর্মর গোলার আঘাতে দখলদারদের ট্যাংক ধ্বংস করছে কাসেম ব্রিগেডের যোদ্ধারা। টানেলের ভেতর থেকে মুহুর্মুহু নিক্ষেপ করছে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, রকেট। মেশিনগান থেকে ছুঁড়ছে গুলি।

এছাড়া, ইসরায়েলি সেনাদের টার্গেট করে রকেট নিক্ষেপের ভিডিওচিত্রও প্রকাশ করেছে হামাস। সেনা সদস্যদের জমায়েতে আকস্মিক হামলা চালালে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা। এসময় অনেকে হতাহত হয় বলেও ধারণা করা হচ্ছে।

যদিও প্রতিরোধের মুখে পড়ার দাবি অস্বীকার করেছে তেল আবিব। উল্টো গত কয়েকদিনে গাজায় প্রবেশ করে তিন শতাধিক টার্গেট ধ্বংস এবং হামাস যোদ্ধাদের হত্যার দাবি করেছে তারা।

/এএম

Exit mobile version