Site icon Jamuna Television

একদিন পরই চালু হচ্ছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ

আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হতে যাচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এই অংশটি। এরপর দিন রোববার থেকেই শুরু হবে চলাচল।

এখন চলছে মেট্রোরেলের শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার কাজ চলছে দ্রুত গতিতে। ৪ নভেম্বর উদ্বোধনের পর সেদিন মেট্রোর বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। তবে পরদিন ৫ নভেম্বর থেকে চার ঘণ্টা দু’দিকেই শিডিউল অনুযায়ী ট্রেন চলাচল করবে।

উত্তরা-মতিঝিল রুটে মেট্রো চালুর খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তারা বলছেন, দীর্ঘ সময় যানজটে নাকাল হয়ে অফিসে যাওয়ার ভোগান্তি এবার লাঘব হবে। দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যাবে বলেও জানান তারা।

এসজেড/

এসজেড/

Exit mobile version