Site icon Jamuna Television

ইসলামী আন্দোলন ইসির সংলাপে যাবে না, আন্দোলনের হুঁশিয়ারি

নির্বাচন কমিশনের ডাকা সংলাপে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং বর্তমান কমিশন বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জানান, শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে নেতার্মীদের হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

ফয়জুল করীম জানান বলেন, বিএনপি মহাসচিবসহ বিরোধী নেতাদের কারারুদ্ধ করে কমিশন কার সঙ্গে সংলাপ করবে? বর্তমান কমিশন সাধারণ মানুষের মৃত্যু কামনা করে বলেও মন্তব্য করেন ফয়জুল করীম।

এটিএম/

Exit mobile version