Site icon Jamuna Television

ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে বিএনপি নেতারা : ওবায়দুল কাদের

বিএনপি নিজেরাই নিজেদের আন্দোলন পণ্ড করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, অবরোধ দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। কোনো সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশ হত্যা করেছে। এই দুই ঘটনা তাদের আন্দোলন শেষ করে দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো দলেরই নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। ইসি বিএনপিকে ডেকেছে। তারা যদি না যায়, আমাদের কী করণীয়? একটি দল নির্বাচনে যাবে না বলে আমরা রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানকে অবজ্ঞা করে নির্বাচন করবো না, এটা কেমন কথা?

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর সময় এটা নয় বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বলেন, ফিলিস্তিনে-গাজায় কী হচ্ছে? তাদের কথা কি কেউ শুনছে? বাংলাদেশে কী হচ্ছে? এটা তাদের (জাতিসংঘের) কি কোনো ক্ষতি করছে? বাংলাদেশ নিয়ে তাদের মাথা ঘামানোর ব্যাপার নয়। আমরা ভালো আছি।

 

এসজেড/

Exit mobile version