Site icon Jamuna Television

গাইবান্ধায় মাদরাসার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে একটি মাদরাসার মাঠ থেকে ৮টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় বস্তা ভর্তি বেশ কিছু কাঠ ও বাঁশের লাঠিও উদ্ধার করা হয়।

বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী জানান, রাতে কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ৮টি ককটেল, ৬টি পেট্রোল বোমা ও এক বস্তা লাঠি উদ্ধার করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো মাঠে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমাগুলো পানিতে ডুবিয়ে নিস্ক্রিয় করা হয়েছে বলেও জানান ওসি।

এসজেড/

Exit mobile version