Site icon Jamuna Television

নির্বাচনকালীন অন্তবর্তী সরকারে মন্ত্রী হিসেবে থাকার আশাবাদ এরশাদের

নির্বাচনকালীন অন্তবর্তী সরকারে মন্ত্রী হিসেবে থাকার আশাবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রংপুরে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন পর্যন্ত বিরোধী দলীয় নেতা থাকবেন রওশন এরশাদ।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটে বিএনপি গেলে, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন করবে বলেও জানান এরশাদ। দৃঢ় আশাবাদ জানান জয়ের ব্যাপারে। এর আগে সকালে সার্কিট হাউজে এসে পৌঁছলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

Exit mobile version