
ছবি: সংগৃহীত
ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে তীব্র খাদ্য ও পানি সংকট। এবার অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা পাঠাতে বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি।
দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ঘোষণা দেন বলে জানা গেছে। পাশাপাশি সহায়তার জন্য চালু হওয়া ফান্ডে প্রায় ৫.৩ মিলিয়ন ডলার দান করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর সৌদি সংবাদমাধ্যম আল-এখবারিয়ার’র।
সরকারি নির্দেশনায় বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানের মানুষ চরম মানবিক সংকটে দিন পার করছে। তাদের সহায়তায় এই বিশেষ তহবিল গঠন করা হবে।
ফিলিস্তিনিদের প্রতি সৌদি আরব সব সময় ভাতৃত্বমূলক আচরণ করে এসেছে। তারই অংশ হিসেবে পাঠানো হবে এই সহায়তা। পাশাপাশি ফিলিস্তিনিদের সহায়তায় বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বানও জানান সৌদি বাদশাহ।
২৭ দিন ধরে চলা ইসরায়েল-হামাসের সংঘাতে অবরুদ্ধ অঞ্চলটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৮ হাজার ৮০০ ছাড়িয়েছে।
/এমএইচ



Leave a reply