Site icon Jamuna Television

হুমায়রা হিমু‌ আর নেই, মৃত্যু নিয়ে রহস্য

অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে এই অভিনেত্রীকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বিকেল ৪টা ৪৬ মিনিটে হিমুর বন্ধু উরফি জিয়া ও লাইনম্যান মিহির তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর উপস্থিত ডাক্তার হুমায়রা হিমুকে মৃত ঘোষণা করেন।

তবে, এ সময় এই অভিনেত্রীর গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় চিকিৎসক পুলিশ ডাকেন। তখন হিমুর সেই বন্ধু চলে যান। পুলিশ এখন তাকে খুঁজছে। কিন্তু কে এই উরফি জিয়া তা কেউ বলতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

অভিনয় শিল্পী প্রাণ রয় জানিয়েছেন, উরফি জিয়াকে পাওয়া গেলে হিমুর মৃত্যুর কারণ জানা সহজ হতো। মরদেহ আজকে হাসপাতালের হিমাঘরে রাখা হবে। কাল ময়ানতদন্ত করা হবে। এরপর ঢাকায় জানাযা শেষে গ্রামের বাড়ি নোয়াখালীতে তাকে দাফন করা হবে।

হুমায়রা হিমু মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে প্রবেশ করেন। তাকে অসংখ্য টিভি নাটকে দেখা গেছে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়।

/এমএন

Exit mobile version