Site icon Jamuna Television

৩ ফিফটিতে ৩৫৭ রান ভারতের; মাদুশাঙ্কার ৫ উইকেট

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ভিরাট কোহলি, শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করেছে ভারত। শ্রীলঙ্কার হয়ে দিলশান মাদুশাঙ্কা নেন ৫ উইকেট। সেই সাথে চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থান দখল করেছেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৩৫৮ রান।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রোহিতকে বোল্ড করে সাজঘরে ফেরান লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। এই বাঁহাতি পেসারের ইন সুইং বলের লাইনই বুঝতে পারেননি ৪ রান করা রোহিত।

এরপর ক্রিজে আসেন ইনফর্ম ব্যাটার ভিরাট কোহলি। ২য় উইকেট জুটিতে তরুণ ওপেনার শুভমান গিলকে সঙ্গী করে দলের হাল ধরেন এই অভিজ্ঞ ব্যাটার। লঙ্কান বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেন ভিরাট। অন্যপ্রান্তে, শুরুতে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও সময় গড়ানোর সাথে সাথে আক্রমণাত্মক হয়ে ওঠেন গিল। প্রথম পাওয়ারপ্লেতে এই দুই ব্যাটার মিলে ৬০ রান তুলে।

দু’জনেই পেয়া যান ফিফটির দেখা। ৫০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৭০তম অর্ধশতকের দেখা পান কোহলি। অন্যদিকে ৫৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটির দেখা পান গিল। দুজনেই ছুটছিলেন সেঞ্চুরির দিকে কিন্তু একজনও পাননি তিন অঙ্কের দেখা। তবে তা হতে দেননি লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। এই বাঁহাতি পেসারের করা স্লোয়ার বাউন্সার বলে টপ এজ হয়ে উইকেটের পেছনে কুশাল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৯২ রান করা গিল। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। তিনিও মাদুশঙ্কার কাটারে ড্রাইভ করতে গিয়ে কাভারে ক্যাচ দেন পাথুম নিশাঙ্কার হাতে। ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরতে হয় ৮৮ রান করা কোহলিকে।

চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ভারতের ইনিংস মেরামত শুরু করেন শ্রেয়াস আইয়ার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি রাহুল। এই উইকেটরক্ষক ব্যাটার ফিরে যান ২১ রান করে। ব্যর্থ হয়েছেন সুরিয়া কুমার যাদবও। তিনি আউট হন ১২ রান করে। একপ্রান্ত আগলে রেখে খেলা আইয়ার আউট হয়েছেন ৫৬ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে।

এরপর মোহাম্মদ শামি আউট হলে ভারতের গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। অবশ্য জাদেজার ২৪ বলে ৩৫ রানের ইনিংসে বড় পুঁজি নিশ্চিত করে ভারত। ইনিংসের শেষ বলে তিনি রান আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১ রান করা বুমরাহ। বল হাতে ৮০ রান খরচা করলেও ৫ উইকেট পেয়েছেন মাদুশঙ্কা। একটি উইকেট নেন দুশমান্থ চামিরা।

/আরআইএম

Exit mobile version