Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

ছবি: নিহতদের উদ্ধারে দেশটির ফায়ার সার্ভিসের অভিযান

মালয়েশিয়া করেসপন্ডেন্ট:
মালয়েশিয়ায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজের সময় মাটিচাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ।

পুলিশ জানায়, প্রাণ হারানো তিন বাংলাদেশি মালয়েশিয়ার কাম্পুং মাকা এলাকায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। কাজ করার সময় তারা ১০ মিটার মাটির নিচে চাপা পড়েন। তবে প্রাণ হারানো তিন বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন নামে একজন জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি হঠাৎ চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধারে চেষ্টা করেন।

তিনি আরও জানান, ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেলে তিনজনকে উদ্ধার করে মাচাং হাসপাতালে নেয়। উদ্ধারের আগেই তারা মারা যায়।

/এনকে

Exit mobile version